গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১৫৮ কর্মী নিহত

ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১৫৮ জন জাতিসংঘ কর্মীর মৃত্যু নিশ্চিত করেছে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। খবর আনাদোলুর।

ইসরায়েলি হামলা

শুক্রবার এক প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ বলেছে, গত ৭ অক্টোবর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউএনআরডব্লিউএ-সহ জাতিসংঘের নিহত কর্মীর সংখ্যা ১৫৮ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের বর্ধিত বিমান হামলা সেখানে মানবিক কার্যক্রমকে আরও ব্যাহত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে

প্রসঙ্গত, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।