গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত, নিহত বেড়ে ১০৮০০

গাজা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে চার হাজার ৪০০ জনের বেশি শিশু। এ ছাড়া আছেন কয়েক হাজার নারী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা বর্ষণে অর্ধেকের বেশি বসতি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট টোওমা বিবিসিকে বলেছেন, গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

জীবনসঙ্গী হিসেবে এই ধরণের নারীকে বাছাই করবেন না

ইউএনআরডব্লিউএ এই মুহূর্তে তাদের ১৫০টি আবাস থেকে ৭ লাখের বেশি লোককে সাহায্য করছে বলে জানান টোওমা। তিনি বলেন, তার সহকর্মীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।