আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়েছে। তাদের দাবি, মাত্র ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে তারা। একইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে।
হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয়েছে এক হাজার ৪০০ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। হামাসের হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।
এদিকে এরই মধ্যে জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা চলমান থাকায় সেখানে আর কোনো জায়গাই নিরাপদ নেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক টমাস হোয়াইট মন্তব্য করেছেন, সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের প্রায় কোনো কিছুই করার নেই।
সবশেষ ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে, মধ্য গাজার আল শিফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে যেতে থাকা একটি অ্যাম্বুলেন্সের বহর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় অন্তত ১৩ জন মারা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপতাাল থেকে আহতদের নিয়ে রাফাহ সীমান্ত পার করছিল ওই অ্যাম্বুলেন্সের বহরটি। হামাস দাবি করেছে, ইসরায়েলি বাহিনী এই হামলা করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসও নিশ্চিত করেছে, তারা একটি অ্যাম্বুলেন্সে হামলা করেছে। তবে তারা বলছে, ওই অ্যাম্বুলেন্সটিতে হামাস সদস্যরা ছিল।
বিবিসি এরই মধ্যে কয়েকটি ভিডিও ফুটেজ যাচাই করেছে, যেগুলো আল শিফা হাসপাতালের বাইরে বিস্ফোরণের জায়গা থেকে নেওয়া হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বাইরে রাস্তায় বিপুল পরিমাণ রক্তের মধ্যে কয়েকজন মানুষ পড়ে আছে – যাদের মধ্যে কেউ কেউ নিথর হয়ে পড়ে আছে আবার কেউ আহত হয়ে ছটফট করছেন।।
রাতের বেলায় এই ৬টি রেলস্টেশনে পা রাখেনা কেউ, রয়েছে শিউরে ওঠার মত ঘটনা
কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায়, ওই ঘটনায় অন্তত ২০ জন আহত বা নিহত হয়েছেন। বিবিসি এরই মধ্যে কয়েকটি ভিডিও ফুটেজ যাচাই করেছে, যেগুলো আল শিফা হাসপাতালের বাইরে বিস্ফোরণের জায়গা থেকে নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।