গাজায় ত্রাণ পাঠিয়েছে রাশিয়া

গাজায় ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা সরবরাহের জন্য দু’টি বিমান পাঠিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস সাংবাদিকদের এ কথা জানিয়েছে।

গাজায় ত্রাণ

এক মুখপাত্র বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের ফরমান অনুযায়ী গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক পণ্য পরিবহনের জন্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ে দু’টি বিমান পাঠানো হয়েছে।’

বিমান দু’টিতে করে সরবরাহকৃত পণ্যের মোট ওজন ২৮ টন। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, হেমোস্ট্যাটিক অ্যাজেন্ট এবং ব্যান্ডেজিং উপকরণ রয়েছে। কর্গো দু’টি মিসরিয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আর তারা এসব পণ্য গাজা উপত্যকায় পৌঁছে দেবে।

রোমান্স ও ক্রাইম থ্রিলার এ পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, যা আপনার রাতের ঘুম কাড়বে

এর আগেও রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজার বাসিন্দাদের জন্য ২৭ টন খাদ্য সরবরাহ করে।