গাজায় শান্তি ফেরাতে মিসরে বৈঠকে বসছেন বিশ্বনেতারা

বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলি.স্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হা.মা.সের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ ১৫ দিনে গড়িয়েছে। হা.মা.সে.র হাম.লা.য় ইতিমধ্যে ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলা এ পর্যন্ত চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্বনেতারা

যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে শান্তি ফেরাতে শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসছেন বিশ্বনেতারা।

আল জাজিরা জানিয়েছে, গাজা সংকট মোকাবিলায় মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির আহ্বানে শনিবার কায়রোতে বিশ্ব নেতাদের অংশগ্রহণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কায়রোতে গাজা যুদ্ধ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজা আবদুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেসম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

এছাড়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইদে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ, মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের রাষ্ট্রদূত ঝাই জুন ইস্যু করেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এবং ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এই শান্তি সম্মেলনে যোগ দেবেন।

পানির দামে বিক্রি হচ্ছে টিভিএস এর এই বাইক, পাবেন দুর্দান্ত মাইলেজ

মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি বলেছেন, গাজায় উত্তেজনা প্রশমন, যুদ্ধবিরতি এবং দীর্ঘদিনের সংঘাত নিরসনে আলোচনা করবেন বিশ্বনেতারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। মার্কিন ও ইসরায়েলের প্রতিনিধিরা এই শান্তি সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।