বিনোদন ডেস্ক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া এবিএম ফ্যাশন লিমিটেড কারখানার মালিক ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল নয়। তিনি সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সন্ধ্যায় ‘গাজীপুরের কোনাবাড়ীতে অনন্ত গার্মেন্টসে আগুন’ শিরোনামে দেশের বেশকিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এগুলো সামনে আসতেই তাতক্ষণিক বিষয়টি পরিষ্কার করেন অনন্ত। সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি।
পোস্টে অনন্ত লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা। গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’
এরপরই এ নায়ক সংবাদমাধ্যমের উদ্দেশে লেখেন, ‘যাচাই-বাছাই করে সংবাদ ছাপালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাওয়া যায়। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।