গাজীপুর মহানগরের পূবাইল এলাকা থেকে অপহরণের শিকার এক নাবালিকা শিক্ষার্থীকে টঙ্গী এলাকায় নিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এজাহারভুক্ত প্রধান আসামি সিয়াম আল হাবিব খানকে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিরের বাজার ফ্লাইওভারের নিচ থেকে সিয়াম আল হাবীব খানকে (২২) গ্রেফতার করে।
এর আগে গতকাল রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় মামলা করেন।
থানা সূত্র জানায়, এসআই মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মিরের বাজারে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলা সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট পূবাইলের মাজুখান এলাকা থেকে নাবালিকা শিক্ষার্থীকে অপহরণ করে সিয়াম। এরপর টঙ্গীতে নিয়ে আটক রেখে তাকে ধর্ষণ করে সিয়াম। ভুক্তভোগী একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে তার অবস্থান জানালে অভিভাবকেরা তাকে উদ্ধার করে।
এবারের দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।