জুমবাংলা ডেস্ক : গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয় ও গাজীপুর জেলা প্রশাসন থেকে পৃথক কমিটিগুলো গঠন করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক সাওন কবিরকে।
এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আজ সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে কমিটি কাজ শুরু করেছে।
এর আগে আজ (বুধবার) ভোর ৪টার দিকে রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সকালে উদ্ধারকারী একটি দল ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।