জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয় থেকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে গত সপ্তাহে নোটিশ পাঠানো হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদক জেনেছে জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সেলিম। তার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়।
এদিকে আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়।
এর আগে দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়ায় গত ২০ সেপ্টেম্বর সস্পদ বিবরণীর নোটিশ জারি করতে কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।