বিনোদন ডেস্ক : মাসজুড়েই নানা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। ব্যক্তিগত জীবনের রেশ ধরে এত বিতর্কের পর এবার সোশ্যাল সাইটের বিরুদ্ধে জিডি করেছেন তিনি। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর ) রাতে সাইবার অপরাধের অভিযোগ এনে শাকিবের পক্ষে এ জিডি করেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
ঢাকার গুলশান থানায় এ জিডি করা হয় ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহনুর রহমান।
তিনি জানান, শাকিব খানের পক্ষে ১৩ ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে করা এ জিডির নম্বর হলো ১৩২৭।
এ জিডির পরিপ্রেক্ষিতে কর্তব্যরত পুলিশ পুরো বিষয়টি তদন্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
শাকিব যে আইনের পথে হাঁটবেন তা তিনি আগেই তার অফিশিয়াল পেজে একটি পোস্টে ভক্তদের জানিয়েছিলেন। এবার সেটিই করে দেখালেন তিনি।
শাকিবের ভাষায়, বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।