Geforce Now: এখন আপনার ঘর হবে গেমিং হোম!

Geforce Now

Nvidia এর Geforce Now ক্লাউড সার্ভিস গেমারদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। গুগল তার ক্রোমবুকে গেমিং এর ফিচার যোগ করছে। আবার গুগল ক্রোম ব্রাউজারের জন্য Nvidia অবাক করে দেয়ার মত ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। সব মিলিয়ে আপনার ঘর এখন গেমিং হোমে পরিণত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

Geforce Now

Asus, Acer এবং Lenovo ব্র্যান্ড ক্লাউড গেমিং সার্ভিসের কথা মাথায় রেখে ক্রোমবুক বাজারে রিলিজ করেছে। এ ডিভাইসে ১২০ হার্জ রিফ্রেশ-রেট ও হাই রেজুলেশনের ডিসপ্ল এর ফিচার উপভোগ করতে পারবেন।

এসব ডিভাইসে আরজিবি কিবোর্ড, উপভোগ্য সাউন্ড সিস্টেম ও ওয়াইফাই সিক্সের ফিচার যোগ করা হয়েছে। আপনি Asus, Asus বা lenovo এর যে কোন একটি গেমিং ক্রোমবুক ক্রয় করে Nvidia ক্লাউড সার্ভিসের সাথে যুক্ত করে নিন। এরপর আপনার ঘর গেমিং এর জন্য সবথেকে উপযুক্ত জায়গা হয়ে উঠবে।

Geforce Now ক্লাউড সার্ভিসের মাধ্যমে আপনি ১০০ টির বেশি গেম ফ্রিতে খেলতে পারবেন। এপেক্স লেজেন্ড এবং ফোর্টনাইট এর মতো গেম আপনি সহজেই খেলতে পারবেন।

এসব ক্রোমবুকে শক্তিশালী গ্রাফিক্স কার্ড থাকায় Cyberpunk 2077 এর মত ভারী গেম আপনি অনায়াসে খেলতে পারবেন। তার জন্য আপনার লাখ টাকা খরচ করে গেমিং পিসি ক্রয় করার কোন দরকার নেই।

আপনি ইচ্ছা করলে বড় সাইজের টেলিভিশন ক্রয় করে সেখানে Nvidia এর ক্লাউড সার্ভিসের মাধ্যমে গেম উপভোগ করতে পারবেন। Geforce Now সার্ভিস আপনাকে হাই রেজুলেশনে ১৪০০ এর উপর গেমস স্ট্রিম করার সুবিধা দিচ্ছে।

বর্তমানে Nvidia এর রিয়েল টাইম Ray Tracing খুবই জনপ্রিয়তা পেয়েছে। ক্লাউড সার্ভিসের মাধ্যমে এ ফিচারটি আপনি সহজেই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন।

প্রত্যেক বৃহস্প্রতিবারে Nvidia Geforce Now ক্লাউড সার্ভারে নতুন গেম যুক্ত করা হয়ে থাকে। আপনি তাদের ফেসবুক, টুইটার পেজে সর্বশেষ আপডেট জানতে পারবেন। মনে করা হচ্ছে Nvidia এর ক্লাউড সার্ভিস গেমিং জগতের ধারণাকে পাল্টে দিবে।