জুমবাংলা ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায়। কৌতুহল প্রবন মানুষরা এগুলি জানার জন্য চেষ্টাও করেন। সম্প্রতি মেয়েদের অন্তর্বাস পোশাক ‘BRA’ এর পূর্ণরূপ কী নিয়ে প্রশ্নটি ভাইরাল হয়েছে, যা অনেকেরই অজানা। যাই হোক এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন রংয়ের পোশাক পরলে মানুষ খুব বেশি গরম অনুভব করে?
উত্তরঃ কালো রঙের পোশাক।
২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে হৃদয় বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশকে।
৩) প্রশ্নঃ মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলে?
উত্তরঃ অন্ত্রকে।
৪) প্রশ্নঃ একজন ভারতীয় বিমানের পাইলটের বেতন কত?
উত্তরঃ ২ লক্ষ টাকা।
৫) প্রশ্নঃ কোন দেশে ভিডিও গেম খেলা নিষিদ্ধ?
উত্তরঃ গ্রীস দেশে।
৬) প্রশ্নঃ হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মুসি নদী।
৭) প্রশ্নঃ ‘আরাম হারাম হ্যায়’ এই স্লোগান কে দিয়েছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
৮) প্রশ্নঃ ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায়?
উত্তরঃ কৃষ্ণা নদীতে।
৯) প্রশ্নঃ মানুষের মৃত্যুর পর তার ওজন কত কমে যায়?
উত্তরঃ ২১ গ্রাম। সুতরাং, বিজ্ঞানীরা আত্মার ওজনও ২১ গ্রাম বলেই দাবি করেছেন।
১০) প্রশ্নঃ হরিণের নাচ দেখতে পাওয়া যায় ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মণিপুরে।
১১) প্রশ্নঃ ভারতের কোন শহরটি শুধুমাত্র একদিনের জন্য রাজধানী হয়েছিল?
উত্তরঃ এলাহাবাদ।
১২) প্রশ্নঃ জানেন ক্যাপসুলের আবরণটি কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ সেলুলোজ।
১৩) প্রশ্নঃ কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত্রি হয়?
উত্তরঃ নরওয়েতে।
১৪) প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশি সোনার ব্যবহার হয়?
উত্তরঃ ভারতবর্ষে।
১৫) প্রশ্নঃ BRA এর পূর্ণরূপ কী জানেন?
উত্তরঃ BRA এর পূর্ণরূপ হল ‘Breast Resting Area’ অর্থাৎ ‘স্তন বিশ্রামের এলাকা’। BRA-কে বাংলায় বক্ষবন্ধনী বলা হয়৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।