জুমবাংলা ডেস্ক : সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নেই। তাই চাকরির পরীক্ষার ইন্টারভিউ গুলিতে এমন কিছু প্রশ্ন করা হয় যা বেশিরভাগই সিলেবাসের বাইরে থাকে। তাই আপনিও যদি চাকরির পরীক্ষায় সফল হতে চান তাহলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও বিভিন্ন তথ্যগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ সমঝোতা এক্সপ্রেস (Samjhota Express) কোন দুটি দেশের মধ্যে চলাচল করে?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চলাচল করে। যদিও বর্তমানে দুটি দেশের খারাপ সম্পর্কের কারণে বন্ধ হয়ে রয়েছে।
২) প্রশ্নঃ ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড (Jallianwala Bagh Massacre) কোন শহরে হয়েছিল জানেন?
উত্তরঃ পাঞ্জাবের অমৃতসরে (১৩ এপ্রিল ১৯১৯ সাল)।
৩) প্রশ্নঃ বলুন তো ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি?
উত্তরঃ রাঁচি (Ranchi) ঝাড়খন্ডের রাজধানী।
৪) প্রশ্নঃ গুপ্ত সম্রাটরা (Gupta emperors) কিসের মুদ্রা চালু করেছিলেন?
উত্তরঃ সোনার মুদ্রা চালু করেছিলেন গুপ্ত সম্রাটরা।
৫) প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্য লেখা আছে?
উত্তরঃ ‘সত্যমেব জয়তে’ (Satyamev Jayate) ভারতের জাতীয় প্রতীকের নিচে এই বাক্যটি লেখা আছে।
৬) প্রশ্নঃ ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী শত্রু কে?
উত্তরঃ মোহাম্মদ বিন কাসেম (Muhammad bin Qasim) প্রথম ভারত আক্রমণকারী শত্রু।
৭) প্রশ্নঃ কার জন্মদিনে আমরা জাতীয় শিক্ষক দিবস পালন করি?
উত্তরঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে ৫ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়।
৮) প্রশ্নঃ মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত?
উত্তরঃ তুঙ্গভদ্রা নদীতে অবস্থিত মহাত্মা বিদ্যুৎ প্রকল্প।
৯) প্রশ্নঃ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে কত দিন সময় নেয়?
উত্তরঃ পৃথিবীতে একবার কতক্ষন করতে চাঁদের সময় লাগে ২৭.৩ দিন।
১০) প্রশ্নঃ বিয়ের সময় কনে বরের বাঁদিকে বসে কেন?
উত্তরঃ আসলে লক্ষ্মী সমৃদ্ধির দেবী, ভগবান বিষ্ণুর সর্বদা বাম পাশে থাকেন। তাই বিয়েতে কনেকে দেবী লক্ষ্মীর রূপ এবং বরকে ভগবান বিষ্ণুর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই এই রীতিটি মানা যাতে বাড়িতে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।