এটিএম ঘরে এসি লাগানো থাকে কেন? উত্তর জানলে অবাক হবেন

এটিএম ঘরে এসি

জুমবাংলা ডেস্ক : আজকাল ব্যাঙ্কের লম্বা লাইন এড়ানোর জন্য প্রায় সকলেই এটিএম কার্ড ব্যবহার করেন। আর আপনিও নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটি এটিএম ঘরে এসি লাগানো থাকে। তবে বেশিরভাগ মানুষই ভাবেন গ্রাহকদের সুবিধার জন্য এমনটা করা হয়েছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কিন্তু কেন এই এটিএম ঘরে এসি লাগানো থাকে জানলে অবাক হবেন! এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

এটিএম ঘরে এসি

১) প্রশ্নঃ কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয়?
উত্তরঃ উটপাখির (Ostriches) চোখ তার মস্তিষ্কের চেয়েও বড়।

২) প্রশ্নঃ ‘বাংলার অক্সফোর্ড’ (Oxford of Bengal) নামে পরিচিত কোন জায়গাটি?
উত্তরঃ নবদ্বীপকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হয়।

৩) প্রশ্নঃ চা উৎপাদনে পুরো পৃথিবীতে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ চা উৎপাদনে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে।

৪) প্রশ্নঃ প্রথম দুটি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ দল (১৯৭৫ ও ১৯৭৯ সাল)।

৫) প্রশ্নঃ মিশরে মোট কয়টি পিরামিড রয়েছে?
উত্তরঃ মোট ১৩৮টি পিরামিড রয়েছে।

৬) প্রশ্নঃ মধু কখনো খারাপ হয় না কেন?
উত্তরঃ আসলে যে ব্যাকটেরিয়া খাবারকে পচিয়ে তোলে, তা মধুর মধ্যে বাঁচে না। সেই কারণে মধু সহজে খারাপ হয় না।

৭) প্রশ্নঃ ভারতবর্ষে এখনো পর্যন্ত মোট কতজন নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছেন?
উত্তরঃ মোট ৯ জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন।

৮) প্রশ্নঃ বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি কাঠের নাম কী?
উত্তরঃ আফ্রিকান ব্ল্যাকউড (African Blackwood) হলো বিশ্বের সবচেয়ে দামি কাঠ। যার ১০ কেজির মূল্য প্রায় ১ কোটি টাকা।

৯) প্রশ্নঃ কত সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই রাখা হয়েছিল?
উত্তরঃ ১৯৯৬ সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই রাখা হয়।

টাকা খরচের ক্ষেত্রে ৬টি অভ্যাস সবার থাকা উচিত

১০) প্রশ্নঃ ATM ঘরে AC লাগানো থাকে কেন জানেন?
উত্তরঃ ATM ঘরে ২৪ ঘন্টা AC চালু থাকে। আসলে এই মেশিনের মাইক্রো প্রসেসর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলি গরম হয়ে বিগড়ে যেতে পারে বা অগ্নি সংযোগ ঘটতে পারে। তাই ATM ঘরে পরিবেশকে ঠান্ডা রাখতে AC লাগানো থাকে। তবে সাধারণত ঠান্ডার দিনগুলিতে AC বন্ধ রাখা হয়।