জুমবাংলা ডেস্ক : ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করার পর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। আর প্রতিটি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন প্রাণীর শরীরে ১১ রকমের রক্ত পাওয়া যায়?
উত্তরঃ গবাদি পশু অর্থাৎ গরুর শরীরে ১১ রকমের রক্ত পাওয়া যায়।
২) প্রশ্নঃ মানুষ কোন রোগে আক্রান্ত হলে লাল রঙ দেখতে পায় না?
উত্তরঃ কালার ব্লাইন্ড (Color blind) রোগে আক্রান্ত হলে মানুষ লাল রঙ দেখতে পায় না।
৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বোচ্চ সংখ্যক চাষি রয়েছে?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে বেশি চাষী রয়েছে ভারতে।
৪) প্রশ্নঃ কোন দেশ প্রথম এক ঘন্টা সমান ৬০ মিনিট আবিষ্কার করেছিল?
উত্তরঃ গ্রিক (Greece) দেশ প্রথম এক ঘন্টা সমান ৬০ মিনিট আবিষ্কার করে।
৫) প্রশ্নঃ জানেন সিগারেটের আবিষ্কার হয়েছিল কোন দেশে?
উত্তরঃ মেক্সিকোতে (Mexico) সিগারেটের আবিষ্কার হয়েছিল।
৬) প্রশ্নঃ কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে?
উত্তরঃ ধুতুরা গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে।
৭) প্রশ্নঃ মানুষ যদি হাঁচি আটকানোর চেষ্টা করে তাহলে তার কি ক্ষতি হতে পারে?
উত্তরঃ যদি কোন মানুষ হাঁচি আটকানোর চেষ্টা করে তাহলে তার মাথার রক্তনালি ফেটে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে।
৮) প্রশ্নঃ মানুষের দান করা রক্ত কত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়?
উত্তরঃ মানুষের দান করা রক্ত ২১ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়।
৯) প্রশ্নঃ পৃথিবীর একমাত্র কোন দেশ অন্য দেশ থেকে আবর্জনা কেনে?
উত্তরঃ সুইডেন (Sweden) দেশে আবর্জনার পরিমাণ এতটাই কম যে জৈব সার তৈরির জন্য অন্য দেশ থেকে আবর্জনা কিনতে হয়।
১০) প্রশ্নঃ ভারতের কোন ব্যাঙ্কে কোনো তালা দেওয়া হয় না?
উত্তরঃ মহারাষ্ট্রের শনি শিগনাপুর (Shani Shignapur) গ্রামের ব্যাঙ্কে কোন তালা দেওয়া হয় না, এমনকি এই গ্রামের কোন বাড়িতেও তালা নেই। এখানকার স্থানীয়দের বিশ্বাস যে তাদের শনিদেবতা রক্ষা করছেন এবং কেউ চুরি করলে তার বড় ক্ষতি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।