জুমবাংলা ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তাই আপনিও যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ধরনের তথ্যগুলি নিয়মিত জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনার সহায়ক হতে পারে।
১) প্রশ্নঃ ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব কোথায় শুরু হলো?
উত্তরঃ লখনৌতে ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব শুরু হলো।
২) প্রশ্নঃ হর্ষবর্ধন (Harshavardhana) কোন রাজবংশের রাজা ছিলেন?
উত্তরঃ পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন হর্ষবর্ধন।
৩) প্রশ্নঃ কার স্মৃতিতে কুতুব মিনার (Qutub Minar) নির্মিত হয়েছিল?
উত্তরঃ কুতুবউদ্দীন বক্তিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন, যা দিল্লিতে অবস্থিত।
৪) প্রশ্নঃ কোন প্রণালী সুমেরু মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ সুমেরু ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে বোরিং প্রণালী (The Boring Strait)।
৫) প্রশ্নঃ কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?
উত্তরঃ ১৯৮৭ সালে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়।
৬) প্রশ্নঃ সংবিধানের কত ধারায় কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ১৪ বছরের নিচের শিশুদের কাজে লাগানো আইনত অপরাধ, যা সংবিধানের ২৪ ধারায় বলা হয়েছে।
৭) প্রশ্নঃ ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে?
উত্তরঃ তিনটি স্তর রয়েছে — গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি আর জেলা পর্যায়ে জেলা পরিষদ।
৮) প্রশ্নঃ ইনফোসিস (Infosys) কে প্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তরঃ এন আর নারায়ন মূর্তি ইনফোসিস প্রতিষ্ঠা করেছিলেন।
৯) প্রশ্নঃ ভারতীয় সংবিধান অনুসারে কয়টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তরঃ বাংলা সহ ২২টি ভাষাকে ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কোন কাজ ছেলে ও মেয়েরা সমস্ত জামা কাপড় খুলে দিয়ে করে? উত্তর জানলে আপনি জিনিয়াস
১০) প্রশ্নঃ পোশাকের সাইজ XL, XXL অনেক শুনেছেন, কিন্তু এর ‘X’—র অর্থ কী জানেন?
উত্তরঃ পোশাকের সাইজ XL, XXL এর মধ্যে থাকা ‘X’—র অর্থ হল এক্সট্রা আর ‘L’—র অর্থ লার্জ। সুতরাং, XL এর অর্থ হল, এক্সট্রা লার্জ। XXL এর অর্থ হল, এক্সট্রা এক্সট্রা লার্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।