ভারতের উষ্ণ মরুভূমি থর, তবে ঠান্ডা মরুভূমি কাকে বলে জানেন?

ভারতের উষ্ণ মরুভূমি

জুমবাংলা ডেস্ক : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

ভারতের উষ্ণ মরুভূমি

১) প্রশ্নঃ কোন ভারতীয় ব্যাঙ্ক সর্বপ্রথম চীন দেশে শাখা খুলেছিল?
উত্তরঃ ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) সর্বপ্রথম চীন দেশের শাখা খুলেছিল।

২) প্রশ্নঃ জানেন কাঠবিড়ালি কোন রঙ দেখতে পায় না?
উত্তরঃ কাঠবিড়ালি শুধুমাত্র লাল রঙ দেখতে পায় না।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে কালো রঙের আলু দেখতে পাওয়া যায়?
উত্তরঃ আমেরিকা দেশে কালো রঙের আলু দেখতে পাওয়া যায়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে চাষবাস করার জন্য এতটুকু জমি নেই?
উত্তরঃ আসলে সিঙ্গাপুর (Singapore) দেশে চাষবাস করার জন্য কোন জমি নেই।

৫) প্রশ্নঃ কোন প্রাণী একবার ঘুমালে আর জাগেনা?
উত্তরঃ আসলে পিঁপড়া একবার ঘুমালে আর জাগেনা অর্থাৎ তারা মারা যায়।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ভারতের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক নিষিদ্ধ।

৭) প্রশ্নঃ কোন প্রাণীর শিং সোনার চেয়েও বেশি দরে বিক্রি হয়?
উত্তরঃ গন্ডারের সিং সোনার চেয়েও বেশি দামে বিক্রি হয়।

৮) প্রশ্নঃ এশিয়া মহাদেশের কোন দেশটিতে সব থেকে বেশি সিংহ রয়েছে?
উত্তরঃ এশিয়া মহাদেশের মধ্যে ভারতের সবচেয়ে বেশি সিংহ রয়েছে।

৯) প্রশ্নঃ কোন মসলার জন্য আমাদের কাশ্মীর বিখ্যাত?
উত্তরঃ জাফরানের (Saffron) জন্য কাশ্মীর বিখ্যাত।

মুকেশ আম্বানি একদিনে কত টাকা আয় করেন? জানলে চোখ কপালে উঠবে

১০) প্রশ্নঃ ভারতের উষ্ণ মরুভূমি থর, ‘ঠান্ডা মরুভূমি’ কাকে বলে জানেন?
উত্তরঃ আসলে, ঠান্ডার কারণে লাদাখ (Ladakh ) এতটাই শুষ্ক যে, একে ‘ঠান্ডা মরুভূমি’ বলা হয়।