জুমবাংলা ডেস্ক : আপনি নিশ্চয়ই জানেন আজকাল লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। এছাড়া এর মাধ্যমে নানান তথ্য জানা যায়। অনেকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি পড়তেও ভালবাসেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন দেশ প্রথম মানুষকে মহাকাশে পাঠিয়েছিল?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন।
২) প্রশ্নঃ জন্ম থেকে বার্ধক্য অব্দি মানবদেহের কোন অংশ বৃদ্ধি পায়?
উত্তরঃ নাক ও কান।
৩) প্রশ্নঃ কোন ফলের বীজ ফলটির বাইরে জন্মায়?
উত্তরঃ স্ট্রবেরি।
৪) প্রশ্নঃ ভারতের জাতীয় সবজি কোনটি জানেন?
উত্তরঃ ভারতীয় কুমড়ো।
৫) প্রশ্নঃ বিশ্বের কোন গ্রামটিতে চলার জন্য একটিও রাস্তা নেই?
উত্তরঃ নেদারল্যান্ডের গিয়েথুর্ন নামক গ্রামটিতে চলাচল করার জন্য একটিও পথ নেই। এখানকার মানুষ জলপথে ভ্রমণ করেন।
৬) প্রশ্নঃ কোন দেশে নোংরা গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে হয়?
উত্তরঃ রাশিয়ায়।
৭) প্রশ্নঃ Paytm কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ভারত।
৮) প্রশ্নঃ ভারতের এক নম্বর সরকারি চাকরি কোনটি?
উত্তরঃ IAS (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস)।
৯) প্রশ্নঃ ভারতের রূপোলী শহর নামে কোনটি পরিচিত?
উত্তরঃ ওড়িশার কটক শহরকে বলা হয় সিলভার সিটি অফ ইন্ডিয়া বা ভারতের রূপোলী শহর।
উদিত নারায়ণের গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো এই সুন্দরী যুবতী
১০) প্রশ্নঃ ভারতীয় নোট কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ RBI-র দেওয়া তথ্য অনুসারে, ভারতীয় নোটগুলি তৈরিতে সাধারণত তুলা ব্যবহার হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.