আপনি কি জানেন কলিযুগ শেষ হতে আর কত বছর বাকি

কলিযুগ শেষ

জুমবাংলা ডেস্ক : মেধাবী শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন রকমের কুইজ, মক টেস্ট ও ম্যাগাজিনের তথ্যগুলি জানার চেষ্টা করে। আসলে যে কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনি নোট করে রাখতে পারেন।

কলিযুগ শেষ

১) প্রশ্নঃ পৃথিবী গোলাকার এটা কে প্রথম বলেছিলেন?
উত্তরঃ মহান গ্রীক দার্শনিক পিথাগোরাস (Pythagoras) সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী গোলাকার।।

২) প্রশ্নঃ বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কাকে বলা হয়?
উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলা কাব্যজগতে দুঃখবাদী কবি বলা হয়।

৩) প্রশ্নঃ কোন চারটি গ্রহকে একসাথে গ্যাস দানব বলা হয়?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন কে একত্রে গ্যাস দানব বলা হয়।

৪) প্রশ্নঃ কোন ভাষার অক্ষরের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ সর্বাধিক অক্ষর সহ ভাষা হল খমের (Khmer), যা একটি কম্বোডিয়ান ভাষা।

৫) প্রশ্নঃ অস্ট্রেলিয়া দেশের জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ ইমু (Emu Bird) অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। উচ্চতার দিক থেকে এটি দ্বিতীয় পাখি।

৬) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে প্রাচীনতম বেদের নাম কী?
উত্তরঃ ঋকবেদ (Rikveda) হল পৃথিবীর প্রাচীনতম বেদ।

৭) প্রশ্নঃ সোনালী আঁশ কাকে বলা হয়?
উত্তরঃ পাটকে সোনালী আঁশ বা তন্তু বলা হয়।

৮) প্রশ্নঃ প্রাচীন সভ্যতার দেশ কাকে বলে?
উত্তরঃ মিশরীয় সভ্যতাকে প্রাচীন সভ্যতার দেশ বলা হয়।

৯) প্রশ্নঃ টাইটানিক জাহাজ তৈরির কাজ কত সাল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯০৭ সাল থেকে টাইটানিক (Titanic) জাহাজ তৈরির কাজ শুরু হয়।

এক চার্জেই চলবে টানা ১৪০ কিমি, পানির দামে পাচ্ছেন এই দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার

১০) প্রশ্নঃ আপনি কি জানেন কলিযুগ শেষ হতে আর কত বছর বাকি?
উত্তরঃ বর্তমানে কলিযুগে (Kali Yuga) ৫,১২৫ বছর পূর্ণ হয়েছে। সেই হিসেবে কলিযুগের ৪৩২,০০০ বছরের মধ্যে এখনও ৪,২৬,৮৭৫ বছর বাকি রয়েছে।