কোন দেশে একই সময়ে অর্ধেক দিন আর অর্ধেক রাত হয়?

রাত

জুমবাংলা ডেস্ক : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যে শিশু থেকে যেকোনো বয়সের মানুষের নলেজ বৃদ্ধিতে সাহায্য করে। আজকাল যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।

রাত

১) প্রশ্নঃ কোন পাখি তার বাচ্চাদের দুধ খাওয়ায়?
উত্তরঃ বাদুড়। আসলে এটি একটি স্তন্যপায়ী প্রাণী।

২) প্রশ্নঃ ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ কিষান কানাইয়া।

৩) প্রশ্নঃ কোন গ্রহে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়?
উত্তরঃ শুক্র উল্টো দিকে ঘোরে তাই সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে ‘হ্রদের দেশ’ বলা হয়?
উত্তরঃ ফিনল্যান্ডকে।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম কম্পিউটার নাম কী ছিল?
উত্তরঃ সিদ্ধার্থ।

৬) প্রশ্নঃ ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ মনিপুরে।

৭) প্রশ্নঃ প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে কত বছর সময় লাগে?
উত্তরঃ প্রায় ৪৫০ বছর।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে প্লাস্টিকের নোট চালু রয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়ায়।

৯) প্রশ্নঃ মানুষের পর কাকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়?
উত্তরঃ শিম্পাঞ্জিকে (Chimpanzees)।

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি দীর্ঘকাল ধরে পরাধীন ছিল?
উত্তরঃ ভারতবর্ষ।

১১) প্রশ্নঃ মানুষের মাথার খুলিতে কয়টি হাড় থাকে?
উত্তরঃ ২২টি।

১২) প্রশ্নঃ ভারতের জাতীয় মিষ্টি কোনটি?
উত্তরঃ জিলিপিকে ভারতের জাতীয় মিষ্টি বলা হয়।

১৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম হাসপাতাল কোনটি?
উত্তরঃ ভারতের বৃহত্তম হাসপাতাল ফরিদাবাদের অমৃতা হাসপাতাল (Amrita Hospital)।

১৪) প্রশ্নঃ হলুদ পোশাক পরা নিষিদ্ধ কোন দেশে?
উত্তরঃ মালয়েশিয়ায় (Malaysia)।

ছেলেদের কোন জিনিসটা সবসময় কালো রঙের হয়

১৫) প্রশ্নঃ কোন দেশে একই সময়ে অর্ধেক দিন আর অর্ধেক রাত হয়?
উত্তরঃ রাশিয়া (Russia) দেশে। দেশটি এতটাই বড় যে এখানে ১১টি স্থানীয় সময় রয়েছে।