জুমবাংলা ডেস্ক : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি থেকে শুরু করে রেলওয়ে ও ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতেও এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এছাড়া এগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতেও সক্ষম। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কত সালে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল?
উত্তরঃ ১৯০৮ সালে ১১ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। এসময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর।
২) প্রশ্নঃ নীলগিরি পর্বত কোন পর্বত শ্রেণীর অংশ?
উত্তরঃ দক্ষিণ ভারতের নীলগিরি পর্বত পশ্চিম ঘাট পর্বতশ্রেণীর একটি অংশ।
৩) প্রশ্নঃ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ ব্যারোমিটার হল বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র।
৪) প্রশ্নঃ বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছে?
উত্তরঃ ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থের নাম। এটি পালি ভাষায় রচিত হয়েছে।
৫) প্রশ্নঃ ভারতের কোন শহরে আন্তর্জাতিক পুতুল জাদুঘর অবস্থিত?
উত্তরঃ নতুন দিল্লিতে আন্তর্জাতিক পুতুল জাদুঘর অবস্থিত।
৬) প্রশ্নঃ জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণের কারনে স্বাদ কারক থাকে?
উত্তরঃ মিষ্টি।
৭) প্রশ্নঃ কোন যুগে সুশৃংখল ব্যবস্থার নিদর্শন লক্ষ্য করা যায়?
উত্তরঃ মৌর্য যুগে সুশৃংখল পৌর ব্যবস্থার নিদর্শন লক্ষ্য করা যায়।
৮) প্রশ্নঃ দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে?
উত্তরঃ রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহে।
৯) প্রশ্নঃ ভারতীয় গণপরিষদের চিহ্ন কোনটি?
উত্তরঃ হাতি হলো ভারতীয় গণপরিষদের চিহ্ন।
পোশাক ছাড়া খোলামেলা দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন এই অভিনেত্রীরা
১০) প্রশ্নঃ জানেন কোন নদীটি ঋতু অনুযায়ী তার রঙ পরিবর্তন করে?
উত্তরঃ উত্তরঃ এই নদীর নাম ক্যানো ক্রিস্টাল (Cano Crystal), যা কলম্বিয়াতে প্রবাহিত। প্রতিটি ঋতুতে এর রঙ পরিবর্তন করে। একে ৫ রঙের নদী বা তরল রংধনুও বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।