ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? যার দৈর্ঘ্য শুনলে চমকে যাবেন

ট্রেন

জুমবাংলা ডেস্ক : ট্রেনের দেশের ‘লাইফলাইন’ বলা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়। তবে রেল সম্পর্কিত এমন অনেক অজানা তথ্যের মধ্যে একটি হলো ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি জানেন? যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের নিয়ে আসা হলো, এক নজরে দেখে নিন।

ট্রেন

১) প্রশ্নঃ ভারতে ট্রেনের চাকা কোথায় তৈরি হয়?
উত্তরঃ ব্যাঙ্গালোরে ট্রেনের চাকা তৈরি করা হয়।

২) প্রশ্নঃ কোন দেশের মানুষ বরফের ঘরে বাস করে?
উত্তরঃ উত্তর মেরু অঞ্চলের মানুষ বরফের ঘরে বাস করে।

৩) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি?
উত্তরঃ ভারতের সবচেয়ে ধনী শহর হল মুম্বাই।

৪) প্রশ্নঃ কোন রাজ্য ভারতে সর্বাধিক আপেল উৎপাদন করে?
উত্তরঃ ভারতে আপেলের সর্বোচ্চ উৎপাদন হয় জম্মু ও কাশ্মীরে।

৫) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর আছে?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে দামি রক্ত হল কাঁকড়ার, যাদের হর্সশু ক্র্যাব বলে ও তাদের রক্তের রং হলো নীল।

৬) প্রশ্নঃ কোকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি?
উত্তরঃ কোকিল হল ঝাড়খণ্ডের রাষ্ট্রীয় পাখি।

৭) প্রশ্নঃ কোন ফল খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হয়
উত্তরঃ বিটরুট খেলে হার্ট ব্লকেজের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

৮) প্রশ্নঃ কোন প্রশ্ন যার উত্তর সবসময় পরিবর্তিত হয়?
উত্তরঃ এই প্রশ্নের উত্তর হল ‘এখন সময় কত?’ বা ‘এখন কয়টা বাজে?’

৯) প্রশ্নঃ মহাভারত যুদ্ধ কোন যুগে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ মহাভারত সংঘটিত হয়েছিল ত্রেতাযুগে।

Samsung Galaxy S24 Ultra দাম ও স্পেসিফিকেশন

১০) প্রশ্নঃ জানেন ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি?
উত্তরঃ ভারতের দীর্ঘতম ট্রেনের নাম সুপার ভাসুকি (Super Vasuki)। এই ট্রেন চালাতে ৬ ইঞ্জিনের প্রয়োজন হয়, ট্রেনে ২৯৫টি বগি রয়েছে। ট্রেনটির দৈর্ঘ্য সাড়ে ৩ কিলোমিটার।