কোন জিনিস মাঠে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে হয়ে যায় লাল

অবাক হওয়া

জুমবাংলা ডেস্ক : ভারতবর্ষে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এর জন্য ছাত্রছাত্রীরা সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে। সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার পর উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এই সময় বেশিরভাগ মানুষের জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার ফলে প্রার্থীরাও বিভ্রান্ত হয়ে পরে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর।

অবাক হওয়া

১) প্রশ্নঃ মোবাইল ফোনে প্রথম কথা বলেছিলেন কোন দু’জন ভারতীয়?
উত্তরঃ তৎকালীন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখ রাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এই দুই ব্যক্তি মোবাইল ফোনে প্রথম কথা বলেছিলেন।

২) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?
উত্তরঃ হাতির দুধে অ্যালকোহল থাকে তাই খেলে মদের মতো নেশা হয়।

৩) প্রশ্নঃ মানবদেহের প্রধান কয়টি ধমনী রয়েছে?
উত্তরঃ ২০টি।

৪) প্রশ্নঃ সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে উল্লেখ আছে?
উত্তরঃ এলাহাবাদ স্তম্ভ শিলালিপি।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের পুরনো নাম NEFA?
উত্তরঃNEFA (North East Frontier Agency) ১৯৫৪ সাল থেকে অরুণাচল প্রদেশ নামে পরিচিত।

৬) প্রশ্নঃ আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ কানাডা।

৭) প্রশ্নঃ বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উত্তরঃ ৮৮ দিনে।

৮) প্রশ্নঃ কোন শহরকে ‘গগনচুম্বি ভবন’ বলা হয়?
উত্তরঃ নিউ ইয়র্ক কে।

৯) প্রশ্নঃ জরায়ুতে শিশুর বিকাশের তথ্য পেতে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ আল্ট্রা সাউন্ড।

১০) প্রশ্নঃ সাম্প্রতিক কোন সোশ্যাল অ্যাপের নাম বদলে ‘এক্স’ হতে চলেছে?
উত্তরঃ ইলন মাস্কের ‘টুইটার’।

১১) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
উত্তরঃ ভারতরত্ন।

১২) প্রশ্নঃ ‘ভারত আবিষ্কার’ বইটি কে লিখেছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

১৩) প্রশ্নঃ ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত কোনটি?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

১৪) প্রশ্নঃ ভারতের কোন নদীটি বিপরীতমুখী প্রবাহিত হয়েছে?
উত্তরঃ নর্মদা (Narmada)।

কমমূল্যে দুর্ধর্ষ ফিচার, কিলার লুকে রেডমি নিয়ে এলো নতুন স্মার্টফোন

১৫) প্রশ্নঃ কোন জিনিসটি মাঠে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে লাল হয়ে যায়?
উত্তরঃ চা গাছের পাতা সবুজ, চায়ের রঙ কালো আর তৈরি করা চায়ের রঙ লাল।