লাইফস্টাইল ডেস্ক : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার অপেক্ষা রাখে না। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি বাজিমাত করতে চান তাহলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সড়ক পথ কোনটি?
উত্তরঃ লেহ-মানালি হাইওয়ে (The Leh-Manali Highway) ভারতে অবস্থিত একটি পাহাড়ি রাস্তা, যার গড় উচ্চতা ১৭,০০০০ ফুট।
২) প্রশ্নঃ কোন ভিটামিন ক্ষত নিরাময়ে সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন C ক্ষত নিরাময়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টির মধ্যে একটি।
৩) প্রশ্নঃ ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটি?
উত্তরঃ সবরমতী (Sabarmati) নদী ভারতের সবচেয়ে দূষিত নদী হিসাবে পরিচিত।
৪) প্রশ্নঃ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম কি ছিল?
উত্তরঃ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের (Lakshmibai of Jhansi) তিনটি ঘোড়া ছিল: সারঙ্গী, পবন, বাদল।
৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে সস্তা পেট্রোল পাওয়া যায়?
উত্তরঃ কেবল গোয়া রাজ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায়।
৬) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম হাইওয়ে কোনটি?
উত্তরঃ প্যান আমেরিকান হাইওয়ে (The Pan American Highway) হল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে। এই সড়ক ১৪টি দেশের মধ্য দিয়ে গেছে। ৩০ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় একটিও বাঁক নেই।
৭) প্রশ্নঃ মানুষ কখন প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণ করেছিল।
৮) প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তরঃ একমাত্র ভাল্লুক যারা আহত হলে মানুষের মত কাঁদে।
৯) প্রশ্নঃ কোন দেশ প্রথম চাঁদে জল আবিষ্কার করে?
উত্তরঃ ২০০৯ সালে ভারতের চন্দ্রযান-১ (Chandrayaan-1) মহাকাশযান চাঁদে জল আবিষ্কার করে।
১০) প্রশ্নঃ বলুন তো কোন ফলটির বীজ বাইরের দিকে থাকে?
উত্তরঃ স্ট্রবেরি (Strawberry) হল একমাত্র ফল যার বীজ বাইরের দিকে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।