জুমবাংলা ডেস্ক : পৃথিবীর আলোর মূল উৎস হলো সূর্য। সূর্যের অভ্যন্তরে থাকা পরমাণু একে অপরের সাথে ঘর্ষণে আলো উৎপন্ন করে। সেই আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। তবে জানেন কি সূর্যের আলো সমুদ্রের কতটা গভীর পর্যন্ত পৌঁছাতে পারে? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে সনাক্ত করতে পারে?
উত্তরঃ প্রায় ৫০ হাজারের বেশি গন্ধ মানুষের নাক সনাক্ত করতে পারে।
২) প্রশ্নঃ কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝ বরাবর বসবাস করে?
উত্তরঃ বাজাউ (Bajau) উপজাতির মানুষেরা সমুদ্রের মাঝ বরাবর বসবাস করে। এই উপজাতির মানুষ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এবং থাইল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে দেখতে পাওয়া যায়।
৩) প্রশ্নঃ ভারতে কোন গাছ লাগালে জেল হতে পারে?
উত্তরঃ ভারতে গাঁজার (Cannabis) চাষ করলে জেল হতে পারে।
৪) প্রশ্নঃ প্লাস্টিকের বোতলে জল পান করলে কি হয়?
উত্তরঃ দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল পান করলে পেটের সমস্যা থেকে শুরু করে আরো মারাত্মক ক্ষতি হতে পারে।
৫) প্রশ্নঃ মেয়েরা তাদের পায়ে কালো সুতো বাঁধে কেন?
উত্তরঃ প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে পায়ে কালো সুতো বাঁধলে খারাপ নজর কেটে যায়।
৬) প্রশ্নঃ ক্যাঙ্গারুর বাচ্চাকে কী বলা হয়?
উত্তরঃ ক্যাঙ্গারুর বাচ্চাকে জোয়ি (Joey) বলে।
৭) প্রশ্নঃ মানুষ মিথ্যা বলে শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে?
উত্তরঃ মানুষ যখন মিথ্যা কথা বলে তার শরীরের নাক গরম হয়ে ওঠে।
৮) প্রশ্নঃ ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলে?
উত্তরঃ ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া (Eurasia) বলা হয়।
৯) প্রশ্নঃ মানুষের ব্রেইন কত বছরের পর থেকে কমজোর হতে শুরু করে?
উত্তরঃ মানুষের ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক ৫০ বছরের পর থেকে কমজোর হতে শুরু করে।
১০) প্রশ্নঃ জানেন সূর্যের আলো সমুদ্রের কতটা গভীর পর্যন্ত পৌঁছাতে পারে?
উত্তরঃ আসলে সূর্যের আলো সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছায় না। সূর্যালোক মাত্র ২৬২ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সমুদ্রের তলদেশের তাপমাত্রা খুবই কম থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।