জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থীকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মো. রওশন জামিল (৩০)।
তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শনিবার দুপুরে যুবলীগ নেতা রওশন জামিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুরে সহিংসতার ঘটনায় আন্দোলনকারী দুজন ছাত্র নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি যুবলীগ নেতা রওশন।
পুলিশ আরো জানায়, মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।