বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ম্যাপে জেনারেটিভ এআই ফিচারের পরীক্ষা চালাচ্ছে গুগল। ব্যবহারকারীদের প্রয়োজন ও পছন্দের ভিত্তিতে বিভিন্ন জায়গা খুঁজে পেতে সাহায্য করবে এই ফিচার। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট লোকাল গাইড গ্রুপ ফিচারটি ব্যবহার করতে পারছে। পরবর্তীতে সবার জন্য ফিচারটি চালু করা হবে।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, জেনারেটিভ এআইনির্ভর ফিচারটির মাধ্যমে ম্যাপে ব্যবহারকারীরা নিজের ভাষায় পছন্দ ও প্রয়োজন উল্লেখ করে সার্চ করলে গুগলের ডেটাবেজ থেকে কাস্টমাইজড সাজেশন দেওয়া হবে। ডেটাবেজ থেকে ফটো, রেটিং ও রিভিউ এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করে সাজেশন প্রদান করবে গুগল। নতুন এআই সিস্টেমটি ব্যবহারকারীদের চাহিদা পূরণে যথেষ্ট বলে দাবি টেক জায়ান্টটির।
বর্তমানে এটি বেটা পর্যায়ে রয়েছে। ফিচারটি সম্পর্কে স্থানীয় গাইডদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা হচ্ছে। গুগল ম্যাপে জেনারেটিভ এআইনির্ভর ফিচার চালু হলে ভ্রমণকারীদের জন্য এটি কার্যকর একটি টুল হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করা হয়েছে গুগল ম্যাপে। লোকেশন হিস্ট্রি, টাইমলাইন তৈরি, ব্লু ডটে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে তাদের লোকেশন, ডিরেকশন বা সার্চ হিস্ট্রিও ডিলিট করে দিতে পারবে। এ ছাড়া লাইভ লোকেশন পাওয়া যাবে। লাইভ ওয়াক অ্যাসিস্ট্যান্সও যোগ হচ্ছে ম্যাপে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।