বিনোদন ডেস্ক : বলিউডের প্রতি বিদেশিদের ভালোবাসা নতুন কিছু নয়। এবার সেই ভালোবাসার আরেকটি নজির তৈরি করলেন জার্মান তরুণী নিনা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে।
নিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘নয়না.ডব্লিউএ’ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি সাদা চুড়িদার পরে ঘরের মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মহব্বতেঁ’ ছবির জনপ্রিয় গান ‘সোনি সোনি আঁখিয়োঁওয়ালি’-তে নাচছেন। পিছনের স্মার্ট টিভিতে চলছে সেই গান, আর তার সঙ্গে তাল মিলিয়ে নিখুঁত ভঙ্গিতে পারফর্ম করছেন নিনা।
নেটিজেনরা তার নাচে মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “আপনার নাচ অসাধারণ! বিদেশি হয়ে দেশি গানে এত সুন্দর পারফর্ম করেছেন, দেখে ভালো লাগছে।”
প্রসঙ্গত, নিনা নিজেকে ‘জার্মান বলিউড ডান্সার’ হিসেবে পরিচয় দেন। হিন্দি গানের প্রতি তার ভালোবাসা এবং নাচের দক্ষতার কারণে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে।
আপনিও যদি বলিউড প্রেমী হন, তাহলে দেখে নিন নিনার দুর্দান্ত এই পারফরম্যান্স!
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।