আশ্রয়প্রার্থীদের জন্য পেমেন্ট কার্ড চালু করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর জার্মানি আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের মৌলিক প্রয়োজন মেটাতে ক্রেডিটসহ পেমেন্ট কার্ড চালু করবে। জার্মান প্রেস এজেন্সি ডিপিএ বলছে, কার্ডগুলি এই গ্রীষ্ম বা শরৎ থেকে কার্যকর হতে পারে৷

১৬টি রাজ্যের মধ্যে ১৪টি জার্মান রাজ্যই আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুদের জন্য এই প্রি-পেইড কার্ড চালু করতে চাইছে৷ শুধু বাভেরিয়া ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেকলেনবুর্গ-ফরপোমার্ন বিকল্প স্কিম চালু করছে। এই রাজ্য দুইটির নেতারা ভিন্ন পেমেন্ট কার্ড চালুর কথা বিবেচনা করছেন।

কার্ডগুলি কী ভূমিকা রাখতে পারে?

জার্মানির থুরিঙ্গিয়া রাজ্য সংসদের এক রাজনীতিবিদের বরাতে স্থানীয় সংবাদপত্র রয়েটলিঙ্গার জেনারেল আনসাইগার লিখেছে, পেমেন্ট কার্ডগুলো পাইলট প্রকল্পভিত্তিক হতে পারে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এই রাজনীতিবিদ দাবি করেছেন, তিনি শরণার্থী সার্কেল থেকে কার্ড সম্পর্কে কোনো অভিযোগ পাননি।

কার্ডের প্রবর্তন কোনো কোনো অভিবাসীকে চাকরি খুঁজতে এবং বাকিদের নিজ দেশে ফিরে যেতে অনুপ্রাণিত করেছে বলে দাবি করেছে সংবাদপত্রটি৷

প্রতিবেদনে বলা হয়েছে, কার্ড প্রবর্তনের মাধ্যমে এটিই অর্জন করতে চাইছিল রাজ্যটি৷

পেমেন্ট কার্ডগুলো তৈরির পেছনে একটি প্রধান উদ্দেশ্য হলো, রাষ্ট্র সমর্থিত ব্যক্তিরা এই অর্থ যে কাজে দেয়া হচ্ছে সে কাজে যেন ব্যবহার করেন। যেমন, তাদের সাপ্তাহিক মুদির দোকানের খরচ কিংবা জার্মানিতে চলার জন্য। বাড়িতে টাকা পাঠানোর জন্য এই কার্ড ব্যবহার করা যাবে না।