আন্তর্জাতিক ডেস্ক : এবার পশ্চিম তীরে সীমালঙ্ঘন করা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ইউরোপীয় ইউনিয়ন-ইইউর নিষেধাজ্ঞা চাইছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর আগ্রাসনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
জার্মান মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বার্লিনে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে এখন প্রবেশ নিষেধাজ্ঞা আরো জোরদার করা উচিত।
তার মতে ইউরোপিয়ানদের আগ্রাসী ইহুদি বসতি স্থাপনকারীদের বেলায় একই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। আসন্ন ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি তোলা হবে বলে নিশ্চিত করেছেন জার্মান মুখপাত্র।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।