আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আর প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারবে না জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
পাবলিকেশন অনুযায়ী, জার্মানির কাছে প্রথমে ১২টি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই কিয়েভকে দেওয়া হয়েছে।
আরও দুটি পোল্যান্ডে লিজ দেওয়া হয়েছিল। কমপক্ষে একটি ক্রমাগত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে অথবা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। এর ফলে দেশে মাত্র ছয়টি কার্যকরী প্যাট্রিয়ট ব্যবস্থা রয়েছে। নিজেদের ইউনিটে প্যাট্রিয়টের পর্যাপ্ততা না থাকায় ইউক্রেনকে আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
বরিস পিস্টোরিয়াস বলেন, ‘জার্মানিতে আমাদের মাত্র ছয়টি অবশিষ্ট আছে। এটি সত্যিই খুব কম, বিশেষ করে ন্যাটোর সক্ষমতা লক্ষ্যগুরো আমাদের পূরণ করতে হবে সেই বিবেচনায়। আমরা আর কিছু দিতে পারি না।’
পিস্টোরিয়াস আরও জানান, সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে তা দেখা করার কথা রয়েছে। তারা ইউরোপকে মার্কিন সহায়তার জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করবেন।
পিস্টোরিয়াস আরও উল্লেখ করেছেন, তিনি গত মাসে হেগসেথের কাছে দেওয়া একটি প্রস্তাব পুনর্বিবেচনা করবেন। ওই প্রস্তাবে তিনি যুক্তরাষ্ট্র থেকে দুটি প্যাট্রিয়ট সিস্টেম কিনে ইউক্রেনে স্থানান্তরের জন্য জার্মানিকে অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
সাক্ষাৎকারে জার্মান প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, জার্মানি ইউক্রেনকে তার দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে না।
এদিকে রোববার ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারাদিন ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন’।
তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠাবেন, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। তবে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে।
তথ্যসূত্র: মেহর নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।