আগে ফিটফাট হয়ে নিই, এরপর কাজে নামব: পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : ছেলের জন্মদিনের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলেন পরীমনি। সপ্তাহখানেক আগে তাও চূড়ান্ত করেছেন। পরীমনি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ ছেলের জন্মদিনের আয়োজন করেছেন। কেউ কেউ বলছেন, ছেলের জন্মদিনে ভক্তদের জন্য চমকও থাকবে।

পরীমনি

পরীমনির কাছের কয়েকজন জানালেন, তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা হতে পারে। আবার কেউ বলছেন, ওয়েব সিরিজেরও ঘোষণা আসতে পারে। পরীমনি গণোমাধ্যমকে বললেন, আগে ফিটফাট হয়ে নিই। এরপর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।

পরীমনি নিজের জন্মদিনে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও তা আছে। বললেন, ‘এবারের থিম পদ্মফুল। ছেলে স্যুট ও পাঞ্জাবি—দুটিই পরবে। আমি পরব গাউন।

পরীমনি ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন। বললেন, ‘এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’

শরীফুল রাজ ও পরীমনি মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিমানে জন্ম নেয়া শিশুর জাতীয়তা কী হবে? জেনে নিন

রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে ছেলেসন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। জন্মদিনের আগমুহূর্তে অবশ্য ছেলের আরও দুটি নতুন নাম রেখেছেন এই চিত্রনায়িকা।