বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ঐশী। গায়িকার পাশাপাশি একজন চিকিৎসকও তিনি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন তিনি। এবার ঐশীর জীবনে যোগ হয়েছে নতু্ন অধ্যায়। বিয়ে করেছেন তিনি।

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

এ কথা অবশ্য এখন সবারই জানা। আংটি বদল হলেও বাকি ছিল বিয়ে। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে আসেন শোবিজ অঙ্গনের মানুষজন। সন্ধ্যার পর থেকেই আসতে থাকেন দেশের খ্যাত নামা সব গায়িকা, অভিনয়শিল্পী, নির্মাতা, বিনোদন সাংবাদিকসহ আরও অনেকেই। তারা হাস্যোজ্জ্বল ঐশীকে দিয়েছেন ভালোবাসার বার্তা।

এর আগে, অন্যরকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হয়েছে ঐশীর গায়ে হলুদের অনুষ্ঠান। অন্যরকম এ জন্য যে, নিজের পরিবারের বাইরে ঐশীর আছে সংগীতশিল্পীদের নিয়ে আরও একটি পরিবার। একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে সেই পরিবারের আয়োজনেই বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয়েছে এক অন্যরকম হলুদ সন্ধ্যা।

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

প্রসঙ্গত, আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর এ বছরের (২ এপ্রিল) আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয়-মডেলিং করেন তিনি।