জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। এক বছর আগে তারা বাগদান সারেন। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী সেলেনা এবং সংগীত প্রযোজক বেনি বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবে তারকাখচিত বিয়ের আসর।
একটি সূত্র ডেইলি মেইলকে বলেন, “নিমন্ত্রিত অতিথিদের এক সপ্তাহ থাকার জন্য ব্যাগ গুছিয়ে আনতেও বলা হয়েছে।”
নিমন্ত্রিত অতিথিদের তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে।”
আরেকটি সূত্র ডেইলি মেইলকে বলেন, “টেলরের জন্য সেলেনা বিয়ে করছেন না, তিনি চান টেলর তার বিয়েতে উপস্থিত থাকুক।”
তাছাড়া মার্কিন গণমাধ্যম পেজ সিক্স সেলেনা-বেনির বিয়ের খবর প্রকাশ করেছে। এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য এ জুটির মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি তারা।
কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।
সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”
ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙা বন্ধের আহ্বান ভারত
বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, এবার পরিণয় পেতে যাচ্ছে তাদের প্রেম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।