জুমবাংলা ডেস্ক: ভালোবাসা যে কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা ফের একবার প্রমাণ করে দিল দুই চড়াই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি চড়াই খাবার তুলে দিচ্ছে আরেক চড়াইয়ের মুখে। ঠিক যেন এক প্রেমিক তার প্রেমিকাকে খাওয়াচ্ছে!
ঘটনাটি একটি রাস্তায় থাকা ক্যাফের সামনে। এক তরুণী সেখানে বসে পাউরুটি, অমলেট আর কফি খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ দু’টি চড়াই এসে তার টেবিলে বসে। তরুণীর প্লেট থেকে একটি চড়াই খাবার তুলতে থাকে। কিন্তু মজার বিষয় হল—চড়াইটি নিজের জন্য না তুলে, অন্য চড়াইকে তা খাইয়ে দেয়।
তরুণী অবাক হয়ে না তাড়িয়ে এই হৃদয়স্পর্শী মুহূর্তটি মোবাইলে রেকর্ড করেন। ইনস্টাগ্রামে ‘সাকসেসঅ্যাফেয়ার্স’ নামের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তারপর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটমাধ্যমে।
ভিডিওটি দেখে একাধিক নেটিজেন আবেগে ভেসেছেন। কেউ লিখেছেন, “ভালোবাসা সব প্রাণীর মধ্যেই থাকে।” আবার কেউ মন্তব্য করেছেন, “ছোট্ট চড়াইটি তার প্রেমিকাকে ডেটে নিয়ে এসেছে!”
এই ধরনের মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির মাঝে প্রতিদিন ঘটে চলা ছোট ছোট ঘটনা কতটা গভীর অনুভূতি ছুঁয়ে দিতে পারে। আর মানুষের পাশাপাশি পশুপাখিরাও যে ভালোবাসতে জানে, সেটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল এই ভিডিও’র মাধ্যমে।
আপনার কী মনে হয়? পশুপাখির মধ্যেও কি সত্যিই প্রেমের অনুভূতি কাজ করে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।