বিনোদন ডেস্ক : বছর ঘুরতেই কপাল ঘুরল ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের। বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় ফের ভাইরাল। এবারও সৌজন্যে সেই কাঁচা বাদাম! তবে এবারটা কাঁচা বাদামের সঙ্গে ভুবন বাদ্যকর প্রকাশ্যে নিয়ে আসলেন তাঁর প্রেমিকাকে! আর গানে গানে জানিয়ে দিলেন, নিউ ইয়ারে পালিয়ে বিয়ে করছেন তাঁরা। কাঁচা বাদাম সঙ্গে নিয়েই গার্লফ্রেন্ডের গলায় মালা দিলেন বাদাম কাকু!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। গত বছরের শেষ দিনে মুক্তি পেল ভুবন বাদ্যকরের নতুন গান ‘হ্যাপি নিউ ইয়ার’। সেই গানেই ভুবনবাদ্যকরের কাঁচা বাদামের নেশায় মত্ত হলেন এক সুন্দরী। আর নেশায় এমনই মাতাল হলেন, যে সোজা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা। ভুবনবাদ্যকরের গলায় মালা দিয়ে নতুন বছর এবং নতুন জীবন শুরুর প্ল্যানিং শুরু করে দিলেন ‘বাদাম কাকুর গার্লফ্রেন্ড’।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাদামকাকু বিখ্যাত হন। ‘কাঁচা বাদাম’ বীরভূম থেকে তাঁকে নিয়ে গিয়েছে মুম্বইয়ে। বীরভূমে বানিয়েছিলেন সাধের বাড়িও। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। প্রতারণার শিকারও হন বাদামকাকু। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইলামবাজারের গোপাল ঘোষ গানের কপিরাইটের জন্য তাঁর কাছে সাদা কাগজে সই করিয়ে নেন। বিষয়টা আদতে কী তা বুঝতে পারেননি ভুবনবাবু।
এদিকে এক সইয়ের জেরে বিখ্যাত গানের যে অর্থ ভুবনবাবুর পাওয়ার কথা তা আর তিনি পাচ্ছেন না। এবিষয়ে দুবরাজপুর থানায় অভিযোগও করেছিলেন শিল্পী। কিন্তু তাতে খুব বেশি কিছু সুবিধা হয়নি।
কাঁচা বাদাম গান হিট হওয়ায়, এলাকার ক্লাব, পাড়া-প্রতিবেশী সকলেরই ধারণা ভুবনবাবু ধনী। ফলে বিভিন্নরকম দাবিও করেন তাঁরা। কিন্তু অর্থ না থাকায় তা মেটাতে পারেননি তিনি। আর তা নিয়ে অশান্তি। সেই অশান্তি থেকে মুক্তি পেতে ভাড়া বাড়িতেই ঠাঁই হয় ভুবনের। তবে এবারটা একটু সাবধানে পা ফেলতে চান ভুবন।
ইতিমধ্যেই ভুবনের এই নতুন গান নেটিজেনদের নজর কেড়েছে। ফেসবুকে এই গানের ভিউ এই মুহূর্তে ১০ হাজার ছাড়িয়েছে। শেয়ারের সংখ্যা ২৮৪। ইউটিউবেও ঝড়ের বেগে বাড়ছে এই গানের ভিউ।
নিঃস্ব ভুবন বাদ্যকর, সাহায্য চাইলেন তার গানে ভাইরাল অঞ্জলির কাছে
গানের নিচে মন্তব্য বক্সে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন। নেটিজেনদের আশা, নতুন গানে হয়তো নতুন ভাবে জীবনের ছন্দ খুঁজে পাবেন ভাইরাল ভুবন বাদ্যকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।