গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র হাতে রেস্টুরেন্টে বসে প্রেমিকাকে নিয়ে ‘আনন্দ-ফুর্তি’ করছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। সেসময় প্রেমিকাকে পিস্তল চালানো শেখাচ্ছিলেন তিনি। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে প্রেমিকের সাথে বসা এক নারী পিস্তল হাতে নানাভাবে তাক করছেন আর আশপাশের কয়েকজন যুবক তাকে উৎসাহ দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে প্রেমিকাকে ঘিরে আনন্দে মেতে থাকা যুবকরা ‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ এ ধরনের মন্তব্য করে তাকে উৎসাহ দিচ্ছিলো।
ভিডিওতে যাকে দেখা গেছে, তিনি হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা এবং আজাহার উদ্দিনের ছেলে। তবে একাধিক সূত্র জানিয়েছে, আলিফ উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।
ভিডিওটি বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের ঝড় তোলেন। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত যুবক বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।