আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাটে এক নাবিক স্বামীকে হত্যার পর তার দেহ ১৫ টুকরো করে সিমেন্টের ড্রামে লুকানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্ত্রী মুসকান রাস্তোগী ও তার প্রেমিক সাহিল শুক্লা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কি ঘটেছিল?
মিরাটের বাসিন্দা সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগী ২০১৬ সালে প্রেম করে বিয়ে করেন। সংসারে শান্তি ফেরাতে সৌরভ তার নাবিকের চাকরি ছেড়ে দিলেও, পারিবারিক দ্বন্দ্ব ও সন্দেহ দাম্পত্যে ফাটল তৈরি করে। ২০১৯ সালে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়।
কিন্তু কিছুদিন পর সৌরভ জানতে পারেন, মুসকান তার বন্ধু সাহিল শুক্লার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দাম্পত্যে টানাপোড়েনের কারণে তিনি বিবাহবিচ্ছেদের কথা ভাবলেও, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।
২০২৩ সালে সৌরভ আবারও নাবিকের কাজে ফিরে যান। তবে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়ি ফেরেন। তখনই মুসকান ও সাহিল তাকে হত্যার পরিকল্পনা করে।
হত্যাকাণ্ডের বিবরণ
৪ মার্চ, মুসকান খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সৌরভ ঘুমিয়ে পড়লে, সাহিল ও মুসকান তাকে ছুরি দিয়ে হত্যা করে। পরে তার দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে ভরে, সিমেন্ট দিয়ে সিল করে দেয়।
হত্যাকাণ্ড ধামাচাপা দিতে, তারা সৌরভের ফোন নিয়ে মানালি গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতে থাকেন। কিন্তু দীর্ঘদিন সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় সন্দেহ সৃষ্টি হয়।
পুলিশি তদন্ত ও গ্রেপ্তার
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মুসকান ও সাহিলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে এবং দেহ লুকানোর তথ্য প্রকাশ করে। পুলিশ ড্রামটি উদ্ধার করে, তবে শক্ত সিমেন্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় ড্রিল মেশিনের সাহায্যে ১৪ দিন পর দেহাবশেষ উদ্ধার করা হয়।
মিরাট সিটি পুলিশের প্রধান আয়ুষ বিক্রম সিং বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। সন্দেহের ভিত্তিতে স্ত্রী মুসকান ও প্রেমিক সাহিলকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার কথা স্বীকার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের আদালতে হাজির করা হবে।”
Realme P3 Ultra 5G: 50MP ক্যামেরার সঙ্গে সেরা ফিচারের স্মার্টফোন
এই নির্মম হত্যাকাণ্ড গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।