জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাচারকালে এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের একটি বিরল প্রজাতির তক্ষকসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
গত বৃহ¯পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের থানামোড় এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে তক্ষকটি উদ্ধার করা হয়। আটকরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্য সাভারে কর্মরত ও ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের আব্দুল বারেকের ছেলে জয়েন উদ্দীন (২৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়ার মরহুম খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক রতন (৪২), মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনায়েত শেখ (৩০), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাইদুল ইসলাম (৩৬), ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামের মরহুম শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০), রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মরহুম মনতাজ আলীর ছেলে জসিম উদ্দীন (৪০) ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সারোয়ার (২৩)।
এসময় মাইক্রোবাস চালক কৌশলে পালিয়ে গেলেও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা বলেন, তক্ষকটি প্রায় আট ইঞ্চি লম্বা। ৫০ গ্রাম ওজনের।
অতিথির জন্য ঝটপট রান্না করে ফেলুন দুর্দান্ত স্বাদের কাচ্চি বিরিয়ানি
তক্ষকটির মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা। পাচারকারীরা শপিং ব্যাগে করে হাইস মাইক্রোবাসের সিটের নিচে লুকিয়ে রেখে পাচার করছিল। গ্রেফতারদের বিরুদ্ধে প্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। তক্ষকটিকে গোবিন্দগঞ্জ বন বিভাগের কাছে হন্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।