ঘামে ভেজা শরীরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো পটল কুমার

পটল কুমার

বিনোদন ডেস্ক : বাংলা টেলিভিশন পর্দায় হিয়া দে একটি জনপ্রিয় নাম। শিশু বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত দক তন্বী। খুব অল্প বয়সে ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে অভিনয় করে গ্রাম বাংলার মা-কাকিমাদের মনে জায়গা করে নিয়েছিল এই শিশুশিল্পী। কয়েক বছর আগে পর্যন্ত মহিলামহলের আসরে পটল মানে সব্জি নয়, এই চরিত্রকে বোঝানো হত। কিন্তু সেই পটল আর শিশুশিল্পী নেই মোটেও। সে এখন কিশোরী। কিন্তু শরীরের গড়ন দেখলে মনে হবে যুবতী। আর সেই শিশুশিল্পীর রূপে এখন পাগল অনেকেই।

পটল কুমার

টিভি পর্দায় দেখা না গেলেও তাকে প্রায়ই দেখা যায় সামাজিক মাধ্যমের দেওয়ালে। সেখানে বেশ সক্রিয় তিনি। মডেলিং, ফটোশ্যুট থেকে নানা নাচের ভিডিও ও মজার রিলস ভিডিও বানিয়ে অনুরাগীদের মধ্যমণি হয়ে থাকেন তিনি। তবে এবার ট্রোলের শিকার হলেন এই পর্দার পটল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি রিলস ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। আর এই ভিডিওতে তাকে তার এক বন্ধুর সঙ্গে একটি হিন্দি আইটেম গানে নাচতে দেখা গেছে।

বাড়ির ভেতরেই দুধসাদা রংয়ের টিশার্ট এবং কালো শর্টস পরেই কোমর দুলিয়েছেন অভিনেত্রী। ঘরোয়াভাবেই বাঁধা চুল, মেকআপহীন মুখ। ঘামে ভিজে গেছে তার শরীর। আর এই ভিডিও থেকেই ট্রোলের শিকার হয়েছেন তিনি। কেউ কটাক্ষ করে কমেন্ট বক্সে লিখেছেন, ‘এঁড়ে বাছুরের লাফালাফি।’ আবার কারও মন্তব্য, ‘আরও শরীর ভাঙতে হবে।’ আবার এক অনুরাগী লিখেছেন, ‘পুরো আগুন।’ কেউ আবার হিয়াকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আরও ভাল করতে হবে।’

সবুজ শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নাভি, হট লুকে ঝড় তুললেন তামান্না ভাটিয়া

প্রসঙ্গত, স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’ থেকে শুরু হয় হিয়ার অভিনয়ের ক্যারিয়ার। এরপর জি বাংলার ‘আলো ছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আবার সেই স্টার জলসায় প্রত্যাবর্তন। সেখানে ‘ফেলনা’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এর পাশাপাশি ‘নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া।