জুমবাংলা ডেস্ক : ঈদের বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে রাজধানীবাসী অনেকে বিভিন্ন হাট ঘুরে কোরবানির পশু কিনেছেন, কেউ আছেন শেষ সময়ে কমদামে কেনার অপেক্ষায়। কোরবানির জন্য কেনা এসব পশুকে খাওয়াতেতো হবে। আর এ জন্য রাজধানীর বিভিন্ন অলিগলি ও ফুটপাতে গড়ে উঠেছে অস্থায়ী পশু খাদ্যের দোকান।
এসব দোকানের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসছে গোখাদ্য। রাস্তায় বের হলেই দেখা মিলছে কাঁচা ঘাস, শুকনো খড়, ভুসি ও কাঁঠালপাতাসহ বিভিন্ন গোখাদ্য।
মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর বাংলামোটর এলাকায় দেখা মেলে এমনই একটি দোকানের। যেখানে বিক্রি হচ্ছে কাঁঠালপাতা, ঘাস, ভুসিসহ বিভিন্ন গো-খাদ্য। গরুর সঙ্গে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন গরুর এসব খাবার।
এমনই একজন ক্রেতা কামরুল ইসলামের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তিনি বলেন, ‘কোরবানির জন্য খাসি কিনেছি। তাই খাওয়ানোর জন্য ৮০ টাকা দিয়ে দুই আঁটি কাঁঠালপাতা কিনলাম। দূরের পথতো, রাস্তায় নিতে নিতে খাওয়াবো।’
রাজধানীর বিভিন্ন অলিগলিতে বিক্রি হচ্ছে কোরবানির পশুর ঘাস-খড়। ছবি সময় সংবাদ
এ সময় কথা হয় বিক্রেতা সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিবছরই ঈদের আগে আমি দোকান দেই। ভালোই বিক্রি হয়। গরু-ছাগলতো কেনা হয়, তবে খাবার পাওয়া কঠিন।’
গো-খাদ্যের কেমন দাম জানতে চাইলে তিনি বলেন, ‘কাঁঠালপাতার আঁটি ৪০ টাকা, ভুসি ৮০ টাকা, ঘাসের ছোট আঁটি ২০ টাকা, খড় ৩০ টাকায় বিক্রি করছি।’
রাজধানীর বিভিন্ন এলাকার মৌসুমি গো-খাদ্য বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকাভেদে ভুসি কেজি প্রতি ৭০-৮০ টাকা, ঘাসের বড় আঁটি প্রতিটি ৫০ থেকে ৮০ ও ছোট আঁটি ২০-৩০, কাঁঠালপাতার আঁটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।