আন্তর্জাতিক ডেস্ক : মেটাল ডিটেক্টরের সাহায্যে গরু খেয়ে ফেলার ৫০ বছর পর হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি ফিরে পেয়েছেন ৯৫ বছর বয়সী একজন ব্রিটিশ কৃষক।
বিবিসি জানিয়েছে, ১৯৭০ এর দশকের গোড়ার দিকে ঘড়িটি হারিয়েছিলেন জেমস স্টিল নামের ওই কৃষক। তার ধারণা ছিল ঘড়িটি তার খামারের গরু ঘাসের সাথে চিবিয়ে খেয়েছে।
মেটাল ডিটেক্টরের সাহায্যে ৫০ বছর পর মাটির নিচ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়। আর এর জন্য ওই মেটাল ডিটেক্টরের মালিককে ধন্যবাদ জানিয়েছেন জেমস স্টিল।
স্টিল এই ঘটনাকে ভাগ্যের জোর হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এত বছর পর ঘড়িটি ফিরে পাওয়া আশ্চর্যজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।