ঘন কালো চুলের গোপন রহস্য ফাঁস করলেন শাহরুখ

শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান চলতি বছর একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটো বক্স অফিসে ঝড় তুলেছে। এবার তার অপেক্ষা তৃতীয় সিনেমার জন্য। রাজকুমার হিরানির সঙ্গে তার প্রথম সিনেমা এটি, ফলে উত্তেজনা আগের দুই সিনেমার চেয়েও বেশি।

শাহরুখ

শাহরুখ এত ব্যস্ততার ফাঁকেও মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় হাজির হন। তার মজার ‘আস্ক এসআরকে’ সেশনে কথা বলেন। বুধবারও তেমনই এক প্রশ্নোত্তর পর্বে শাহরুখ ভক্ত-অনুরাগীদের সঙ্গে মজে ওঠেন। সেখানেই জানালেন, তার ঝলমলে সুন্দর চুলের গোপন রহস্য।

বুধবার ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম গান মুক্তির কয়েক ঘণ্টা পর নিজের ‘এক্স’-এ অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরব থাকেন বাদশা। সেখানেই এক অনুরাগী শাহরুখ খানকে প্রশ্ন করেন, ‘কোন সময় শাহরুখ খান সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছিলেন এবং আপনি কীভাবে নিজের স্নায়ুকে শান্ত রাখেন?’ এর উত্তরে বাদশাহ বলেন, ‘আমি নার্ভাস হয়েই স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখি। এবং সেটা একা শান্ত থেকে। একটু আধটু লেখালেখি করি এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাই।’

বয়স বাড়লেও তার কাছে ‘এজ ইজ জাস্ট এ নাম্বার’। ৫৮ পেরিয়েও তিনি আজও বলিউডের রোমান্টিক কিং। যে গান মুক্তি পেয়েছে ‘লুট পুট গয়া’, তাতেও শাহরুখকে ফের প্রেমে পড়তে দেখছে দর্শক।

এখনো তার গালে টোল, ঘন কালো চুলে মন হারান নারী ভক্তরা। কিন্তু এ বয়সেও কীভাবে এমন ঝলমলে চুল রেখেছেন? অনেকের মনের প্রশ্ন করে ফেলেন এক অনুরাগী। এদিনের প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান প্রশ্ন করেন, ‘আপনার এই ঘন অগোছালো চুলের রাজ কী?’ এর উত্তরে তিনি জানালেন তার চুলের যত্নের সিক্রেট। লেখেন, ‘আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি মাখি চুলে’।

‘ডাঙ্কি’ চলতি বছরে শাহরুখের তৃতীয় সিনেমা। এ সিনেমার সঙ্গেই মুক্তি পাবে তার মেয়ে সুহানা খানের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’। জোয়া আখতারের পরিচালনায় ডেবিউ করবেন সুহানা, নেটফ্লিক্সে। একে অপরের কাজে পাশে থাকেন বাবা-মেয়ে।

নির্লজ্জের চূড়ান্ত সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ

এক অনুরাগীর উত্তরে অভিনেতা বলেন, সুহানা ‘ডাঙ্কি’ ভালোবাসে, আমি ‘আর্চিস’ ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে আমি মনে করি আমরা ঠিকই আছি।