জুমবাংলা ডেস্ক : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হলে এ রুটে ১২টি ফেরি চলাচল শুরু হবে।
শীতের পিঠার ধুম বিক্রি, দোকান বসিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আটকে পড়া যানবাহনগুলো অন্যরুট ব্যবহার করছে। যে কারণে ফেরিঘাটে আটকে পড়া যানবাহনের সংখ্যা বেশি নয়। অর্ধশত যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।