জুমবাংলা ডেস্ক : টানা তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন মানুষ ছিল বৃষ্টির প্রতীক্ষায়। আশায় প্রাণ সঞ্চার হওয়া মতো করে নেমে এলো বৃষ্টি।
নেত্রকোণা জেলা সদরে রাত আটটার দিকে আকাশে কালো মেঘ জমে এবং নয়টার একটু আগে নামে ঝুম বৃষ্টি। এতে করে নেত্রকোণার গরম আবহাওয়া হয়ে ওঠে শীতল। জনমনে বয়ে যায় স্বস্তি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত পৌনে দশটা পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) চলছিল এই বৃষ্টি। । স্বস্তির হলেও কেনাকাটা করতে আসা মানুষ বিড়ম্বনায় পড়ে বৃষ্টির কারণে।
স্থানীয়রা বলছেন, লাগাতার বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস। হঠাৎ অল্প সময়ের জন্য কিছু শিলাবৃষ্টিও হয়েছিল। তবে তার স্থায়ীত্ব বেশিক্ষণ ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।