ঘরের বাইরে নীল রঙের পানির বোতল কেন ঝুলিয়ে রাখা হয়

বোতল

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে আমাদের চোখে কত কিছুই না পরে, যেগুলি দেখে অদ্ভুত মনে হলেও তার কারণ আমরা অনেকেই জানিনা আবার কেউ কেউ জানার চেষ্টাও করে না। তবে এমনই একটি হলো নীল রঙের জলের বোতল। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন প্রায়ই বাড়ির বাইরে নীল রঙের বোতল ঝুলিয়ে রাখা হয়, কিন্তু কেন?

বোতল

আসলে, রাস্তাঘাটে প্রতিদিন অসংখ্য কুকুর ঘুরে বেড়ায়। আর কুকুরদের বাড়ির আশেপাশে থেকে দূরে রাখার জন্যই এমনটা করা হয়। কিছু কিছু মানুষের কাছে কুকুর অত্যন্ত প্রিয় প্রাণী হয়ে উঠলেও সমাজের বেশ কিছু মানুষ রয়েছেন যারা কুকুর দেখলেই তাড়া করে বা ঢিল ছোড়ে। এর ফলে কখনো কখনো তারা আহত হয়।

এদিকে সংবাদমাধ্যম থেকেও জানা যায় বাড়ির শিশুদেরকে কুকুরে আক্রমণ করেছে। এই ভয়েই পাড়ার কুকুর থেকে রক্ষা পেতে কিছু মানুষ তাদের বাড়ির সামনেই নীল জলের বোতল ঝুলিয়ে রাখেন। তবে এতে কি আদৌ কোন লাভ হয়? যদিও এর কোন বিজ্ঞানসম্মত কারণ খুঁজে পাওয়া যায়নি।

তবে কেউ কেউ জানিয়েছেন, কুকুরদের চোখের রেটিনায় অল্প পরিমাণে কোষ থাকার কারণে তারা কোন রঙ সঠিকভাবে দেখতেই পায়না। তাই এইভাবে নীল রঙের জলের বোতল ঝুলিয়ে রাখার কোন মানেই হয় না। আবার কিছু মানুষ তাদের বাড়ির বাইরের এলাকাটি পরিষ্কার রাখার জন্য নীল রঙের জলের বোতল ঝুলিয়ে রাখে।

৬টি লক্ষণে জেনে নিন ভবিষ্যতে মাথায় টাক পড়বে কি না

আসলে, কুকুর অনেক সময় বাড়ির বাইরে মল, মুত্রত্যাগ করে পালায়। তাই জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে ওঠে। সুতরাং এই সমস্যা এড়ানোর জন্যই অনেকে তাদের বাড়ির সামনে নীল রঙের প্লাস্টিকের বোতল ঝুলিয়ে রাখেন। পশু চিকিৎসকরা বলছেন, এতে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে কুকুরেরা নীল প্রতিফলন থেকে ভয় পেতে পারে বা নীল রঙের জলের গন্ধ পছন্দ করেনা।