লাইফস্টাইল ডেস্ক : পোকামাকড় দূর করতে রাসায়নিকের ব্যবহার আর নয়। এমন একটি উপাদান আছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং পোকামাকড় তাড়াতে দারুণ কার্যকরী। এই উপাদানটি হলো পিপারমিন্টের তেল।
সবুজ ও বেগুনি রঙের এই ছোট ছোট পাতায় একটা তাজা সুগন্ধ থাকে এবং এই পাতাটির নানা ঔষধি গুণ রয়েছে। প্রাচীনকাল থেকে পিপারমিন্ট ঔষধি হিসেবে তো বটেই, রূপচর্চার কাজেও ব্যবহার করা হচ্ছে। এ পাতাটি থেকে একটি বিশেষ পদ্ধতিতে তেল বের করা হয় এবং সেটিই পিপারমিন্ট অয়েল নামে পরিচিত।
পোকামাকড় পিপারমিন্ট খুবই অপছন্দ করে। একধরনের পোকা আক্রমণের শিকার হলে মাথার পেছন থেকে এমন এক পদার্থ নিঃসরণ করে যাতে কিনা পিপারমিন্টের গন্ধ থাকে! আপনিও পিপারমিন্টের তেল ব্যবহার করে ঘর থেকে পোকা দূর করতে পারেন।
কী কী কাজে লাগবে পিপারমিন্ট
বাড়িতে যদি মাকড়সা, পিঁপড়া, মশা ও অন্যান্য পোকার উৎপাত দেখা যায়, তাহলে পিপারমিন্ট ব্যবহার করতে পারেন। এমনকি এই গন্ধে বাড়িতে ইঁদুরের আনাগোনাও কমে যাবে। প্রথমেই ভালো মানের পিপারমিন্ট তেল কিনে নিন। এক টুকরো তুলায় পিপারমিন্ট তেল মাখিয়ে এমন জায়গায় রাখুন, যেখান দিয়ে পোকা ঘরে ঢোকে। যেমন, রান্নাঘর বা টয়লেটের জানালা। ওই গন্ধে পোকা অস্থির হয়ে যাবে, ঘরে ঢুকবে না।
স্প্রে তৈরি করুন
গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা পিপারমিন্ট তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। এক কাপ পানিতে আধা চা-চামচ পিপারমিন্ট তেল দিতে পারেন। এই মিশ্রণ ব্যবহার করে রান্নাঘরের কাউন্টার, ফার্নিচার, পর্দা ও ঘরের কোণে স্প্রে করে নিন। তবে কাঠের রং নষ্ট হয় কি না, সে ব্যাপারে খেয়াল রাখুন। ব্যবহারের পর এই স্প্রে বোতল ফ্রিজে রেখে দিতে পারেন। এই স্প্রে পোকামাকড় দূরে রাখবে।
এই স্প্রে ত্বকেও ব্যবহার করা যায়। বাইরে গেলে যদি আপনাকে বেশি মশা কামড়ায়, তাহলে এই তেল হাতে-পায়ে স্প্রে করে বের হতে পারেন। তবে আগে একবার পরীক্ষা করে দেখুন, এই তেলের প্রতি আপনার ত্বক সংবেদনশীল কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।