জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক বিষয় সম্পর্কে জানতে পারি যা আমাদেরকে অবাক করে রেখে দেয়। বিভিন্ন জীবজন্তু সংক্রান্ত ভিডিও নেট মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে ভাইরাল হয়ে থাকে। এর আগেও কমবেশি আমরা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের জিনিস ভাইরাল হতে দেখতে পেয়েছি।
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্লাটফর্ম গুলি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেয়ে যাওয়ার পর থেকেই এই ভাইরাল হওয়ার সংখ্যা যেন একধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে।। বিশেষত স্মার্টফোনের সহজলভ্যতার কারণে আজকাল মানুষ সোশ্যাল মিডিয়া বেশি পরিমাণে ব্যবহার করছেন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যেটি দেখে রীতিমত ভয় পেয়ে গিয়েছেন একাংশ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গ্রামাঞ্চলের একটি বাড়িতে সাপ ধরতে এসেছেন। সেখানে একটি মাটির ঘরের ভিতরে গর্তে লুকিয়ে রয়েছে একটি বিশাল আকৃতির কোবরা। মুখ বার করেছিল সাপটি। সেই সময় ধীরে ধীরে গর্তটি খুঁড়তে শুরু করেন ওই ব্যক্তি। তারপর গর্ত থেকে সাপটি বেরিয়ে আসলে অত্যন্ত দক্ষতা সহকারে সাপ ধরার স্টিক দিয়ে সেটিকে উদ্ধার করে ফেলেন যুবক। তুমুল ভাইরাল এই ভিডিওটি “নাগ লোক” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে।
ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ৩৩ লাখেরও বেশি দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। শুধু তাই না, ১১ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। মানুষ এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। চাইলে আপনারাও দেখে বন্ধু —বান্ধবদের সাথে শেয়ার করে নিতে পারেন এই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।