ঘর থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিনেত্রী রেঞ্জুশা মেনন

বিনোদন ডেস্ক : ভারতের বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। মারা গেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেনন। সোমবার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। মাত্র ৩৫ বছর বয়সে তার মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা।

অভিনেত্রী রেঞ্জুশা মেনন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কেরালার তিরুবনন্তপুরমে একটা ভাড়া করা অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন রেঞ্জুশা। সোমবার সকালে দীর্ঘক্ষণ তার ঘর বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়।

এরপর দরজা ভাঙে রেঞ্জুশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপরই স্থানীয় শ্রীকারিয়াম থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিনেত্রী রেঞ্জুশা মেননের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী রেঞ্জুশা মেনন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টা কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন তারা।

যেসব খাবারে গোপন শক্তি দ্রুত বেড়ে যায়

প্রয়াত রেঞ্জুশা মেনন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশকিছু মালয়ালাম সিনেমাতেও তাকে দেখা গেছে। এই অভিনেত্রীর আচমকা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। পরিবারকে জানিয়েছেন সমবেদনা।