ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে আঁচিল একটি বেশ সাধারণ ও বিব্রতকর সমস্যা। মুখ, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে এটি দেখা দিতে পারে। যদিও এটি সবসময় ক্ষতিকর নয়, তবে শারীরিক সৌন্দর্যে প্রভাব ফেলে এবং কিছু ক্ষেত্রে ঝুঁকিও তৈরি করতে পারে। তাই আঁচিলের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি।
আঁচিল দূর করতে অনেকেই ওষুধ ব্যবহার করেন, তবে কিছু ঘরোয়া উপায়ও বেশ কার্যকর হতে পারে। চলুন জেনে নিই আঁচিল দূর করার প্রাকৃতিক পদ্ধতি—
১. অ্যাপল সিডার ভিনেগার
ভিনেগারে ভেজানো তুলো আঁচিলের ওপর রেখে সারা রাত রাখুন। টানা পাঁচ দিন করলে উপকার মিলবে। অ্যাপল সিডার ভিনেগারে থাকা প্রাকৃতিক অ্যাসিড আঁচিল কমাতে সাহায্য করে।
২. রসুন
রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা আঁচিল কমাতে কার্যকর। রসুন থেঁতো করে সরাসরি আঁচিলের ওপর লাগান।
৩. পেঁয়াজের রস
পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে তুলোর সাহায্যে আঁচিলের ওপর লাগান।
৪. কাঁচা গোল আলু
সতেজ কাঁচা আলু গোল করে কেটে দিনে কয়েকবার আঁচিলের ওপর ঘষুন। নিয়মিত করলে আঁচিল ধীরে ধীরে কমে যাবে।
৫. অ্যালোভেরা
অ্যালোভেরার জেল ত্বকের নানা সমস্যায় কার্যকর। আঁচিলের ওপর অ্যালোভেরার জেল লাগিয়ে রাখলে কয়েক দিনের মধ্যেই উপকার পাওয়া যাবে।